DIPTI/DTI/EC Team mailing list archives

admin-dept@dipti.com.bd

Avatar

সম্মানিত সকল কর্মকর্তা ও শিক্ষ [...]

by
Moshiur Rahman
- 05/13/2021 05:21:38

সম্মানিত সকল কর্মকর্তা ও শিক্ষক/শিক্ষিকা বৃন্দ,

শুভ সকাল!

প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা সবাই ভাল আছেন আর সুস্থ আছেন। আমরা আশাকরি সরকার নির্দেশিত নিয়মানুবর্তিতা, মূল্যবোধ ও শিষ্টাচার মেনে আপনি নিজে সুরক্ষিত আছেন আর আপনার পরিবারকেও সুরক্ষিত রাখতে পেরেছেন।

চলমান এই ২য় বৈশ্বিক মহামারীরর মধ্যে আপনারা আপনাদের যার যার ধৈর্যশীলতা ও বিশেষ করে কঠোর পরিশ্রমের দ্বারা বাসায় থেকে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে হোম অফিস করার মাধ্যমে সমস্ত প্রকার ক্লাস, ভর্তি, ছাত্র-ছাত্রীদের বাকী-বকেয়া আদায়করনসহ সকল অফিসিয়াল কার্যক্রম অনলাইনের মাধ্যমে যথাযথভাবে পরিচালনা করে এই মহামারীকালীন সময়ে দীপ্তি/ডিটিআই/এমিন্যান্স কলেজেকে টিকিয়ে রাখতে আপনাদের নিরলস ভূমিকার জন্য সকলকে জানাই আন্তরিক “ধন্যবাদ“। এগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের প্রতিষ্ঠানের প্রতি অগাধ ভালবাসা, গতিশীল দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনার কারনে যার ইতিপূর্বে প্রমান মিলেছে।

আশাকরি এই বিপদের দিনে আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে একে অপরের প্রতি সহযোগীতামূলক মনোভাবের দ্বারা কাধে কাধ মিলিয়ে সমস্ত প্রকার ক্লাস, ভর্তি, ছাত্র-ছাত্রীদের বাকী-বকেয়া আদায়করনসহ সকল অফিসিয়াল কার্যক্রম অনলাইনের মাধ্যমে যথাযথভাবে পরিচালনায় কাজ করবেন যাতে করে সকলের বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিকসমূহ যথাযথভাবে পরিশোধ করার মাধ্যমে এই ২য় মহামারীকালীন সময়ে আমাদের প্রানপ্রিয় দীপ্তি/ডিটিআই/এমিন্যান্স কলেজেকে টিকিয়ে রাখতে পারি।

সামনের দিনগলোতেও যাতে আমরা এমনভাবে সবাইকে নিয়ে একসাথে চলতে পারি তার জন্য সকলের নিরলস "সহযোগিতা" কামনা করছি।

মহান পরম করুনাময়ের নিকট প্রার্থনা করি যেন তার অশেষ দয়ায় আমরা অতিদ্রুত পথিবীব্যাপী এই মহাবিপদ কাটিয়ে উঠতে পারি। আসুন আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও আশা রাখি, খুব শীগ্রই এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠে আমরা আগের অবস্থা ফিরে পাব।

সবাইকে জানাই পবিত্র ঈদ উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা!

ধন্যবাদ।

Message from on behalf of

অধ্যক্ষ ও নির্বাহী পরিচালক মহোদয়ের অফিস
ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট (ডিটিআই)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি)
এমিনেন্স কলেজ
দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।